কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ইয়াবা ও অস্ত্র সহ ছাত্রলীগের নেতা রাজিব আহমেদ আটক
সেলিম রেজা কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাজিব আহম্মেদ (২৮) ১৬০ পিচ ইয়াবা অস্ত্র-গুলিসহ র্যাবের হাতে আটক হয়েছে।
রাজিব আহম্মেদ কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকার বিশিষ্ট খুদ গুড়া ও চাউল ব্যবসায়ী মোহাম্মদ আলী জিন্নাহ ছেলে। জানা যায়, রাজিব আহম্মেদ দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্রের ব্যবসা করে আসছিল।
এলাকাবাসী জানায়, নিজের গাড়িতে করেই কৌশলে বিভিন্ন জায়গায় মাদক সরবরাহ করে আসছে এই রাজিব।
সম্প্রতি মাদকের বিরুদ্ধে প্রশাসন যুদ্ধ ঘোষণা করলে খাজানগরের বেশ কয়েক জন মাদকের রাগব বোয়াল গা ঢাকা দেয়। কিন্তু এই সুযোগে রাজিবের অস্ত্র ও মাদক ব্যবসা আরো জমজমাট ভাবে চালাতে থাকে। সে ক্ষমতাসীন দলের হয়ে প্রভাব খাটিয়ে এলাকার সাধারণ মানুষের সামনেই প্রকাশ্যে অস্ত্র ও মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। অবশেষে আজ সোমবার র্যাবের হাতে আটক হয় সে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ(১৭ জুলাই) মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া র্যাব-১২ অভিযান চালিয়ে ১৬০ পিচ ইয়াবা, ২৩ রাউন্ড শটগানের গুলি, অবৈধ ইয়ার গান ও ৫ শতাধিক ইয়ার গানের গুলি, বিভিন্ন আগ্নেয়াস্ত্রের অংশবিশেষ পায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাজিব আহম্মেদ এর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলার প্রস্তুতি চলছিল।