ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ২২ জুলাই
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর এবার ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ২২ জুলাই থেকে গায়ানাতে শুরু হবে ওয়ানডে সিরিজ। এর আগে আগামীকাল বৃহস্পতিবার প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ।
এরই মধ্যে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও দলের সঙ্গে যোগ দিতে রওয়ানা করেছেন ক্যারিবীয় দ্বীপে। ট্রানজিটের কারণে একদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করেন তিনি। এর আগে ওয়ানডে দলে ডাক পাওয়া বাকি সদস্যরা গত ১৩ জুলাই দলের সঙ্গে যোগ দিয়েছেন।
জ্যামাইকার স্যাবাইনা পার্কে বাংলাদেশের প্রতিপক্ষ ‘উইনিভার্সিটি অব ওয়েস্ট ইন্ডিজ ভাইস চ্যান্সেলর একাদশ’। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি।
এর আগে ২০০৯ সালে বাংলাদেশ এই দলের বিপক্ষে ২৫ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলে। ওই ম্যাচে ১৬ রানের জয় পায় বাংলাদেশ।
বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড:
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল ইসলাম অপু, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু জায়েদ রাহী, আবু হায়দার রনি।
ওয়ানডে সিরিজের সূচি
প্রথম ওয়ানডে (গায়ানা)
২২ জুলাই, বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা।
দ্বিতীয় ওয়ানডে (গায়ানা)
২৫ জুলাই, বাংলাদেশ সময় রাত ১২টা।
তৃতীয় ওয়ানডে (সেন্ট কিটস)
২৮ জুলাই, বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টা।