রাণীনগরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮ পালন উপলক্ষ্যে মৎস্য অফিসের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্তর থেকে এক বিশাল বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে। র্যালী শেষে পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া বিনতে তাবিবের সভাপতিত্বে এক আলোচন সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ হারুনুর রশিদ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো: মাকসুদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন প্রাং, যুব উন্নয়ন অফিসার আশিষ কুমার ঘোষ, মৎস্য সম্প্রসারণ অফিসার অমল কুমার রায়, ক্ষেত্র সহকারি ভীস্ম দেব সরকার, কাঞ্চন কুমার হালদার, আইনুল হক, মৎস্য চাষি আব্দুল রাজ্জাক প্রমুখ। “স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় রাণীনগরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮ইং এর সপ্তাহব্যাপী গৃহীত কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।