নাটোরে তিন জেএমবি সদস্য গ্রেপ্তার
নাটোরে সংগঠনের কার্যক্রমের প্রচারের সময় জিহাদী বইসহ ৩ জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তারকৃতরা হলো : নাটোরের গুরুদাসপুর উপজেলার মহারাজপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম, বড়াইগ্রাম উপজেলার গুনাইহাটি গ্রামের আমির হোসেনের ছেলে আমজাদ হোসেন ও লালপুর উপজেলার চৌধুডাঙ্গা গ্রামের মৃত গাজিউর রহমানের ছেলে জহির উদ্দিন।
র্যা ব-৫ এর নাটোর সিপিসি-২ এর ক্যাম্প কমান্ডার মেজর শিবলী মোস্তফা বলেন, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ থেকে আটককৃত ৪ জেএমবি সদস্যদের দেয়া তথ্য অনযায়ী বুধবার রাতে নাটোর সদর উপজেলার রুইয়েরভাগ গ্রামে অভিযান চালায় র্যা বের একটি দল। সেখানে একটি আমবাগানে মিটিং চলাকালে জেএমবির সক্রিয় তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু সাংগঠনিক ও জিহাদী বইও উদ্ধার করা হয়। রাজশাহী কারাগারে আটক জেএমবি সদস্য জাহাঙ্গীর হোসেনের কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে এ ৩ জন জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হয় বলে জানা গেছে।
পরে তারা নাটোর অঞ্চলে সক্রিয় অবস্থান তৈরি করার চেষ্টা করছিলো বলে জানিয়েছে র্যা ব।