বাাউফলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নমেন্ট-২০১৮ ফাইনাল অনুষ্ঠিত
উত্তম কুমার
পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠ ভর্তি দর্শকের হাঁসি ও আনন্দের মধ্যদিয়ে শেষ হল উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধ ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নমেন্ট ২০১৮। ছেলে ও মেয়েদের উভয় দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু গোল্ডকাপ খেলায় বাকড়া তাঁতেরকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মদনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিকাল ৪টায় এবং বঙ্গমাতা গোল্ডকাপ খেয়ায় বাউফল দাসপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নাজিরপুর ছোট ডালিমা সরকারি প্রাথমিক বিদ্যালয় বিকাল ৫ টায় প্রতিদন্ধিতা করেন। এখান থেকে যে দুই দল চেম্পিয়ান হয়েছে তারা জেলা পর্যায়ে খেলবে। বৃহস্পতিবার বিকাল সন্ধ্যা সাড়ে ৬ টায় বাউফল উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে নির্বাহী কর্মকর্তা পিজুস চন্দ্র দে-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাননীয় চীপ হুইপ জাতীয় সংসদ আলহাজ্ব আ.স.ম ফিরোজ এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কর্মকর্তা (ভূমি) এ.এফ.এম আবু সুফিয়ান, শিক্ষা কর্মকর্তা মো. রিয়াজুল হক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শামসুল আলম, পৌর আওয়ামীলীগ সভাপতি হুমায়ূন কবীর, সাবেক ছাত্রলীগ সভাপতি এনায়েত খান ছানা, বাংলাদেশ অনলাইন সাংবাদিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য উত্তম কুমার, সিটিজি টিভি ক্রাইম পটুয়াখালী জেলা প্রতিনিধি নদী শিকদার প্রমুখ। পরে ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।