দেশ সেরা তরুণ বিজ্ঞানীর খেতাব পেয়েছেন যশোরের কলেজছাত্র শেখ নাঈম হাসান মুন।
৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় দেশ সেরা তরুণ বিজ্ঞানীর খেতাব পেয়েছেন যশোরের কলেজছাত্র শেখ নাঈম হাসান মুন। এন্টি টেররিজম নেটওয়ার্ক শিল্ডসহ ১৫টির মত প্রজেক্ট উদ্ভাবন করেছেন তিনি। ইতোমধ্যে নাসা-সহ কয়েকটি আন্তর্জাতিক পর্যায়ের বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশগ্রহণের ডাক পেয়েছেন। নতুন নতুন প্রজেক্ট উদ্ভাবন ও গবেষণা কাজে সরকারি বেসরকারি সহযোগিতা কামনা করেছে তার পরিবার ও শিক্ষক।
যশোর উপশহর এলাকার বাসিন্দা সাংবাদিক রাজেক জাহাঙ্গীরের একমাত্র ছেলে শেখ নাঈম হাসান মুন। বিজ্ঞানের প্রতি প্রবল আকর্ষণ থাকায় সপ্তম শ্রেণিতে অধ্যায়নকালে কানাডার একটি অনলাইন স্কুলে ভর্তি হয়ে সম্পন্ন করেন প্রোগ্রামিং কোর্স।
এরপর ৮ম শ্রেণিতে উদ্ভাবন করেন সবধরণের রাডার ফাঁকি দেয়া ড্রোন। তার এ উদ্ভাবন জেলা, বিভাগ ও সারাদেশে ড্রোন বালকের পরিচয় এনে দেয় তাকে।
তরুণ বিজ্ঞানী শেখ নাঈম হাসান মুন বলেন, 'নাসাতে একটি প্রজেক্টে কাজ করার সুযোগ পাই। কিন্তু বয়স, আর্থিক, এবং পরিবারের কারণে আর যাওয়া হয়নি।'
দেশে জঙ্গি কার্যক্রম রুখতে এন্টি টেররিজম নেটওয়ার্ক শিল্ড প্রযুক্তির উদ্ভাবন করেছেন এ তরুণ বিজ্ঞানী। তার এ প্রযুক্তি শূন্য দশমিক এক আট সেকেন্ডে তথ্য আদান-প্রদানে যে কোনো ধরণের ব্যক্তিগত নেটওয়ার্ক ধ্বংস করতে সক্ষম।
তরুণ বিজ্ঞানী শেখ নাঈম হাসান মুন বলেন, 'এটি যে কোনো ধরনের এন্টি টেররিজম নেটওয়ার্কের ড্রপ করাতে পারে। এই প্রজেক্ট নিয়ে বাইরে অংশগ্রহণ করার জন্য আমি তৈরি হচ্ছি।'