আগামী দুই বছর দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারবেন না মোস্তাফিজুর রহমান,
আগামী দুই বছর দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারবেন না কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান, এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ইনজুরি প্রবণতা কাটিয়ে দেশের হয়ে আরো বেশি খেলার জন্যে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বোর্ড সভাপতি।
দেশের ক্রিকেটের যাচ্ছে-তাই অবস্থা। দল হিসেবে বিপর্যস্ত, বিদেশের মাটিতে বেশি নাজুক। দলের মতোই বড় দুশ্চিন্তার নাম মোস্তাফিজুর রহমান। ধূমকেতুর মতোই আবির্ভাব, এরপরই হারিয়ে যাওয়া। ছোট্ট ক্যারিয়ারে এরইমধ্যে চারবার ইনজুরিতে পড়েছেন কাটার মাস্টার। বারবার এমন হচ্ছে কেন? প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছেন বোর্ড সভাপতি। বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার কারণেই এমনটা হচ্ছে বলে মনে করেন তিনি। আর তাই এবার কাটার মাস্টারের বিষয়ে কঠিন সিদ্ধান্তের কথাই জানিয়েছেন পাপন।
'বোর্ডের সাথে থাকবে। বোর্ডই তাকে সেবা-শুশ্রুষা করবে, ভালো করবে। আর ওদের ওখানে গিয়ে ইনজুরি নিয়ে এসে আবার জাতীয় দলে খেলবে না এবং আবার তাকে আমরা ঠিক করবো। এটা হয় না। আমি জানি না কি হবে। তবে আমি ওকে বলে দিয়েছি, আগামী দুই বছর ওর বাইরে যাওয়া ঠিক হবে।’
বিসিবি থেকে দেওয়া নির্দেশ মান্য করলে আগামী দুই বছর বাংলাদেশ ছাড়া অন্য কোথাও ঘরোয়া লিগ-টুর্নামেন্ট খেলতে পারবেন না মোস্তাফিজ।