মানব কল্যাণ পরিষদের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
সাজু হোসেন নারায়ণগঞ্জ প্রতিনিধি 4TV
আত্মমানবতার সেবায় সামাজিক উন্নয়নে এগিয়ে আসার প্রত্যয়ে মানব কল্যাণ পরিষদ শনিবার বিকেলে ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে। মাদক-সন্ত্রাস ও যৌন হয়রানীর বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে নারায়ণগঞ্জের পাঠানটুলীতে সংগঠনের আয়োজনে একটি আনন্দ র্যালী বের হয়।
র্যালী শেষে স্থানীয় ভোজন বিলাস রেস্টুরেন্টে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে আলোচনা সভা অুনষ্ঠিত হয়। মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মোঃ সাইফুল ইসলাম।
মনোমুগ্ধকর পরিবেশে আনন্দ বিনোদনে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের প্রশাসনিক কর্মকর্তা আক্তার উদ্দিন প্রধান।
আরও বক্তব্য রাখেন মরহুম আব্দুল আলী ফকির স্মৃতি সংসদের আহ্বায়ক গোলাম মোস্তফা সাচ্্, নাগরিক সমাজকল্যাণ সংস্থার সভাপতি এস এস এপোলো, অপরাধ প্রতিরোধ সংস্থার সাংগঠনিক সম্পাদক মোমেন ইসলাম, মুক্তচিন্তা পাঠাগারের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, মানব কল্যাণ পরিষদের যুগ্ম মহাসচিব মোহাম্মদ হোসেন, সাংগঠনিক সচিব জি,এম মোস্তাফা, প্রচার ও দপ্তর সচিব মোঃ জান্নাতুল ফেরদৌস, শিক্ষা বিষয়ক সচিব মোঃ নিজাম উদ্দিন, সাবেক মহাসচিব সাউদ নূর এ আল হাসান ও নব নির্বাচিত কার্যনির্বাহী সদস্য শাহাদাত হোসেন তৌহিদ।
অনুষ্ঠানে ১৮-১৯ সালের বাজেট পেশ করেন অর্থ সচিব মোঃ খায়রুল বাশার সেলিম। তিনি প্রতিবন্ধী ও দুস্থদের সাহায্য, বৃ রোপন ও পরিবেশ উন্নয়ন, জাতীয় দিবস পালন, ক্রীড়া, সাহিত্য, সাংস্কৃতিক ও প্রশিণ, বিনামূল্যে ঔষধ বিতরণ ও স্বাস্থ্য সেবা প্রদান, নারী ও শিশু নির্যাতনসহ পুরুষ নির্যাতন ও মাদক দ্রব্য বন্ধের ল্েয গণসচেতনতা সৃষ্টি ও অসহায়দের আইনী সহায়তা সহ গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি ও আর্থিক সহযোগিতা হিসেবে প্রায় ৩ লক্ষ টাকার সাংগঠনিক নিজস্ব তহবিল থেকে প্রদান করা হবে বলে ঘোষণা দেন।
চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া বলেন, যত বাধা বিপত্তি আসুক না কেন আমরা আমাদের সমাজকর্ম চালিয়ে যাব। কোন ষড়যন্ত্রই আমাদের রুখতে পারবেনা। প্রশাসন ও জনসাধারণের আন্তরিক সহযোগিতায় আমরা এগিয়ে যেতে চাই বহুদুর।
অনুষ্ঠানে মানব কল্যাণ পরিষদের সাফল্যসহ সংগঠনের সমাজকর্মীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ শাব্বির আহম্মেদ। আরও উপস্থিত ছিলেন জাতীয় লেখক কল্যাণ পরিষদের নির্বাহী পরিচালক আয়শা আক্তার, সমাজকর্মী সাজিয়া আক্তার আখি, মরিয়ম আক্তার মীম, নূপুর আক্তার সহ অন্যান্যরা।