মুক্তিযোদ্ধারা সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন
দেশের সকল পর্যায়ের সরকারি হাসপাতালে বিনা মূল্যে চিকিৎসাসেবা পাবেন মুক্তিযোদ্ধারা বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
এই উপলক্ষ রোববার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের উপস্থিতিতে নিজ নিজ মন্ত্রণালয়ের পক্ষে স্বাক্ষর করেন সংশ্লিষ্ট সচিবরা।
এই চুক্তির আওতায় মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে যারা জীবন সায়াহ্নে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত তারা দেশের সব জেলা উপজেলা ও বিভাগীয় পর্যায়ে সরকারি হাসপাতালে বিনামূল্যে সেবা নিতে পারবেন।
এছাড়াও দেশের ১৪টি বিশেষায়িত হাসপাতালেও চিকিৎসা নিতে পারবেন তারা।
সরকারের তহবিল থেকে দেশের হাট বাজার ইজারা দেয়ার ক্ষেত্রে যে চার শতাংশ হারে রাজস্ব আদায় হয় তা এই চিকিৎসা খাতে ব্যয় হবে বলে জানিয়েছেন মন্ত্রী নাসিম।
বর্তমানে এক লাখের কিছু বেশি মুক্তিযোদ্ধা জীবিত আছেন। প্রাথমিক পর্যায়ে প্রত্যেক মুক্তিযোদ্ধার চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা বরাদ্দ করা হলেও পরের বছর থেকে তা দুই লাখে উন্নীত করা হবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক।