সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শ্রমজীবী শিশুদের জন্য হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
ঢাকার অদূরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শ্রমজীবী শিশুদের জন্য হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার এই ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আমজাদুল হক। এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মো.জাহিদুর রহমান, ভার্কের প্রশিক্ষণ ও যোগাযোগ সেকশনের পরিচালক সুভাষ চন্দ্র সাহা, প্রজেক্ট ম্যানেজার বাবুল মোড়লসহ হাসপাতালের অন্যান্য চিকিৎসকবৃন্দ।
জানা গেছে, এই ক্যাম্পের মাধ্যমে সুবিধাবঞ্চিত ৩০০ শিশুর স্বাস্থ্য পরীক্ষা এবং হাসপাতাল থেকে ঔষধ প্রদান করা হবে। ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) সাভার উপজেলায় (সাভার পৌরসভা, তেতুঁলঝোড়া, ধামসোনা ও পাথালিয়া ইউনিয়ন) টিডিএইচ নেদারল্যান্ডস-এর আর্থিক সহযোগিতায় ২০১২ সাল থেকে ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত শিশু সুরক্ষার জন্য বিভিন্ন ধরণের কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।