নিজের শিক্ষা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে: চুমকি
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, বাংলাদেশের নারীরা এগিয়ে যাচ্ছে। তাই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতিটি ছাত্রীকে তাদের নিজের শিক্ষা-দীক্ষা কাজে লাগিয়ে সবদিক থেকে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। লেখাপড়া শেষ করে ভবিষ্যতে দেশের জন্য তোমাদেরই কাজ করতে হবে।
তিনি মঙ্গলবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সেন্ট মেরিস গার্লস হাইস্কুল এন্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, এখন যে নারীর উন্নয়নের জয়-জয়কার তা এমনি এমনি হয়নি। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে এদেশের নারীরা এগিয়ে যাচ্ছে। তাই যাকে ভোট দিলে দেশের নারী উন্নয়ন হয় এবং হবে, নারীরা তাকেই ভোট দিবে।
সেন্ট মেরিস গার্লস হাইস্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ফাদার আলবিন গমেজের সভাপতিত্বে প্রতিষ্ঠানের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মু. মুশফিকুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, আওয়ামী লীগ নেতা আব্দুল গনি ভূইয়া, মেরী মিনতি, কাজী সালাউদ্দিন আহম্মেদ, বাদল বেঞ্জামিন প্রমুখ। সভা পরিচালনা করেন অধ্যক্ষ বীনা খ্রীস্টিনা রোজারিও।
পরে প্রতিমন্ত্রী কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় তিনি উপজেলা মৎস্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত মাছের মেলার বিভিন্ন স্টল পরিদর্শন ও উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।