উল্লাপাড়ায় ৯৫ কেজি চিংড়ী জব্দ পুড়িয়ে দেওয়া হয়েছে ৭০ হাজার কাগজের প্যাকেট
সাহারুল হক সাচ্চু, উত্তরাঞ্চল প্রতিনিধি 4TV
উত্তরাঞ্চলের সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় আজ বুধবার ভ্রাম্্যমান আদালতের অভিযানে ৯৫ কেজি গলদা চিংড়ী মাছ জব্দসহ প্রায় ৭০ হাজার কাগজের প্যাকেট পুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া ২টি ওজন যন্ত্র জব্দ করা হয়েছে। এ অভিযানে ৩৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান এ আদালত পরিচালনা করেন। এ সময় তার সঙ্গে সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মোঃ বায়েজিদ আলম ও র্যাব ১২ এর কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সুত্রে জানা যায়, উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল নিউ টাউন মৎস্য আড়তে বেলা ১১ টায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়। এ অভিযানে ওজন বাড়াতে ক্ষতিকর জেলি ব্যবহার করা ৯৫ কেজি গলদা চিংড়ী মাছ জব্দ এবং এর বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া একই এলাকায় ওজনের কারচুপিতে ব্যবহার করা ২টি ওজন মেশিন জব্দ এবং ওজন বাড়াতে প্যাকেটের তলায় অতিরিক্ত কাগজ ব্যবহার করা প্রায় ৭০ হাজার প্যাকেট জব্দের পর তা পুড়িয়ে দেওয়া হয়েছে।