শৈলকুপা পাবলিক হল ও লাইব্রেরীর ডিজিটাল করণের উদ্বোধন
জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহ
শৈলকুপার কৃতি সন্তান ওয়াসার সাবেক চেয়ারম্যান সমাজসেবক গোলাম মোস্তফার আর্থিক সহায়তায় শৈলকুপার ঐতিহ্যবাহী পাবলিক হল ও লাইব্রেরী কে দ্বিতল ভবনে উন্নীত ও আধুনিকায়নের কাজ শুরু হয়েছে।
এটিকে বাংলাদেশের অন্যতম আধুনিক ও ডিজিটাল লাইব্রেরিতে রূপান্তর করা হচ্ছে। একটি অডিটোরিয়াম, ডিজিটাল পাঠকক্ষ সহ ৩টি কক্ষ থাকবে আধুনিক দ্বিতল ভবনে।
পাবলিক হল ও লাইব্রেরীর সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসমান গনি প্রধান অতিথি হিসাবে শুক্রবার সকালে এই কাজের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন এসএম কোবাদ, তোফাজ্জেল হোসেন, স্বপন বাগচী, আব্দুল ওহাব প্রমুখ। লাইব্রেরীর দ্বিতল ভবন ও আধুনিকায়নে ১৫লক্ষাধিক টাকার আর্থিক সহযোগিতা করেন শৈলকুপার কৃতি সন্তান ঢাকা ওয়াসার সাবেক চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা। লাইব্রেরীকে সহযোগীতা করায় পাবলিক হল ও লাইব্রেরীর নব নির্বাচিত কমিটির পক্ষ থেকে ওয়াসার সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা কে অভিনন্দন জানিয়েছে নেতৃবৃন্দ ।