তামিমের ফিফটি, স্বস্তিতে বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে হাসছে তামিম ইকবালের ব্যাট। প্রথম ম্যাচে ১৩০ রানে অপরাজিত থাকার পর দ্বিতীয় ওয়ানডেতে করেন ৫৪ রান। আজ সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে ফের অর্ধশতক হাঁকালেন দেশসেরা এ ওপেনার। আন্তর্জাতিক ওয়ানডেতে এটি তার ৪৩ তম ফিফটি। এদিনও কিছুটা ধীর গতিতে চলছে তামিমের ব্যাট। অর্ধশতক পূরণ করতে খেলেছেন ৬৬ বল। বাউন্ডারি হাঁকিয়েছেন ৪টি। শুরুতে এনামুল হকের উইকেট হারানো বাংলাদেশের ইনিংসে স্বস্তি এনে দিয়েছে এ ফিফটি।
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ৯৯/১ (২২.০) তামিম ৫৩*, সাকিব ৩০*।
মন্থর শুরুর পর ফিরে গেলেন এনামুল
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অঘোষিত ফাইনালে আগে ব্যাট করতে নেমে প্রথম দশ ওভারে ৩৭ রান তুলেছে বাংলাদেশ। একদিকে রানের গতি শ্লথ তারওপর একটি উইকেট হারিয়েছে টাইগাররা।
৩১ বলে ১০ রান করে ফিরে গেছেন ওপেনার এনামুল হক বিজয়। দশম ওভারে জেসন হোল্ডারের শর্ট ডেলিভারিতে পুল করতে গিয়ে মিসটাইমিংয়ের ফাঁদে পড়েন এনামুল। মিড অনে কাইরন পাওয়েলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান।
অপরপ্রন্তে ৩০ বলে ২৭ রান নিয়ে খেলছেন তামিম ইকবাল। তাকে সঙ্গ দিতে নেমেছেন সাকিব আল হাসান।
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ৩৭/১ (১০.০) তামিম ২৩*, সাকিব ০*।
অঘোষিত ফাইনালে টস ভাগ্য বাংলাদেশের
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অঘোষিত ফাইনালে টস ভাগ্য বাংলাদেশের পক্ষে। সিরিজ নির্ধারনী ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা।
তিন ম্যাচ সিরিজটি ১-১ এ সমতায় রয়েছে। গায়ানায় প্রথম ওয়ানডেতে দাপট দেখিয়ে ৪৮ রানের জয় তুলে নেয় বাংলাদেশ। তবে, দ্বিতীয় ম্যাচে নাটকীয়ভাবে ৩ রানে জিতে সমতায় ফেরে ওয়েস্ট ইন্ডিজ।
এদিকে, একাদশে কোনো পরিবর্তন আনছে না বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মুর্তজা, মেহেদী হাসান, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ, শিমরন হিটমেয়ার, কাইরন পাওয়েল, রভমান পাওয়েল, জেসন হোল্ডার, অ্যাশলে নার্স, কিমো পল, দেভেন্দ্র বিশু, শেলডন কটরেল।