আসামে নাগরিকত্বের তালিকায় নেই ৪০ লাখ মানুষ
ভারতের আসামে প্রকাশিত নাগরিকত্বের চূড়ান্ত খসড়া তালিকা থেকে বাদ পড়েছেন অন্তত ৪০ লাখ বাসিন্দা। এদের অধিকাংশই বাঙালি বলে ধারণা করা হচ্ছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্যজুড়ে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
সোমবার (৩০ জুলাই) সকালে চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশ করে ভারতের নিবন্ধন কর্তৃপক্ষ। প্রতিবেশী বাংলাদেশ থেকে আসামে ঢোকা অবৈধ অভিবাসীদের হিসাব কষতে’ এই তালিকা করা হয়েছে।
এতে দেখা যায়, মোট ৩ কোটি ২৯ লাখ মানুষের মধ্যে তালিকায় স্থান পেয়েছেন ২ কোটি ৮৯ লাখ বাসিন্দা। নরেন্দ্র মোদি ক্ষমতা গ্রহণের পর থেকেই মুক্তিযুদ্ধ চলাকালীন ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশিদের অবৈধ ঘোষণা করতে নাগরিকত্ব তালিকা হালনাগাদ শুরু করে আসামের রাজ্য সরকার। এর পরিপ্রেক্ষিতে গত বছর প্রকাশিত প্রথম হালনাগাদ তালিকা থেকে বাদ পড়েছিলেন ১ কোটি ৩৯ লাখ বাসিন্দা।