ফেনীর ২ ভুয়া সার্টিফিকেটধারী ল্যাব টেকনোলজিস্টের কারাদন্ড
স্টাফ রিপোর্টার :
ফেনীতে সোমবার ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন, ফেনী। এ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা। এ সময় শহরের নাজির রোডের আমিন উল্যাহ মেডিক্যাল সেন্টারের ল্যাব ইন চার্জ নূরের জামান (৫০) কে তার সনদ দেখাতে বললে তিনি স্টেট মেডিক্যাল ফ্যাকাল্টির সনদ দেখান।
কিন্তু জিজ্ঞাসাবাদে নূরের জামান স্বীকার করেন এটি একটি জাল সার্টিফিকেট। তার এ ধরণের কোন সনদ নেই। আদালত নূরের জামানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। অভিযান পরিচালনা করা হয় শহরের ট্রাংক রোডের আল্ট্রাপ্যাথ ডায়াগনস্টিক এ।
এ সময় প্রতিষ্ঠানটির ১৮ বছরের পুরনো ল্যাব ইন চার্জ শেখ ফরিদ (৬০) স্টেট মেডিক্যাল ফ্যাকাল্টির সনদ প্রদর্শন করেন। আদালতকে তিনি চ্যালেঞ্জ করেন তার সনদ জাল নয়। তৎক্ষণাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেট সনদটি স্টেট মেডিক্যাল ফ্যাকাল্টির সচিবকে সনদটি ই-মেইল করেন। ই-মেইলের জবাবে সচিব জানান ১৯৮২ সালের ১৩৭৪ রেজিস্ট্রেশনে পবিত্র নাথ বিশ্বাস নামে একজন আছেন।
সনদের যে সিরিয়াল আছে সেই সিরিয়ালে মোঃ জহুরুল ইসলাম সরকারের নামে একজন আছেন। সনদটি জাল বলে প্রমাণিত হয়। আদালত ল্যাব ইন চার্জ শেখ ফরিদকে ১ মাসের বিনাশ্রমে কারাদন্ডে দন্ডিত হন। অভিযানে সিভিল সার্জন অফিসের ডাঃ রুবাইয়াৎ বিন করিম, জেলা স্যানিটারি ইন্সপেক্টর সুজন বড়ুয়া ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ফেনীতে ৪ ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারের আড়াই লক্ষ টাকা অর্থদন্ড স্টাফ রিপোর্টার : ফেনীতে সোমবার স্বাস্থ্যসেবা খাতে শৃংখলা আনয়নে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। এ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা। এ সময় শহরের নাজির রোডে মেয়াদোত্তীর্ণ রি এজেন্ট, ভুয়া সার্টিফিকেটধারী টেকনোলজিস্ট ও অনিরাপদ এক্স-রে রুম থাকায় আমিন উলাহ মেডিক্যাল সেন্টারের মালিক গোলাম আজম হাজারি (৫০) কে ১ লক্ষ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। অভিযান পরিচালনা করা হয় নাজির রোডের কনসেপ্ট কনসেপ্ট হেলথ কেয়ার ক্লিনিক এ।
এ সময় ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ২ জন ডিউটি ডাক্তারের বদলে ১ জন থাকায় মালিক জাহিদুল ইসলাম ভুইয়াকে (৪০) ৫০০০ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। এছাড়াও নাজির রোডের কসমোপলিটান ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক মোঃ ইয়াকুবকে (৩৬) মেয়াদোত্তীর্ণ রি এজেন্ট ব্যবহার করে পরীক্ষা নিরীক্ষা চালানোর কারণে ৪০,০০০ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। এছাড়াও আল্ট্রাপ্যাথ ডায়াগনস্টিক এর ব্যবস্থাপক সমীর কুমার নাথকে (৪৭) ১৮ বছর ধরে ভুয়া সার্টিফিকেটধারী ল্যাব ইন চার্জ দিয়ে ক্লিনিক পরিচালনা করায় ১ লক্ষ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। অভিযানে সিভিল সার্জন অফিসের ডাঃ রুবাইয়াৎ বিন করিম, জেলা স্যানিটারি ইন্সপেক্টর সুজন বড়ুয়া ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।