আনুষ্ঠানিকভাবে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা না করা হলেও এগিয়ে আছেন বিএনপি মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী।
সিলেটে ১৩৪টি কেন্দ্রে মধ্যে ১৩২টি কেন্দ্রের ফলাফলে এগিয়ে আছেন বিএনপি মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। তিনি পেয়েছেন ৯০ হাজার ৪৯৬ ভোট। আর আওয়ামী লীগ মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৮৫ হজার ৮৭০ ভোট। বিএনপি প্রার্থীর সাথে ভোটের ব্যবধান ৪৬২৬। অনিয়মের অভিযোগে সিলেটে যে দু'টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত রেখেছে কমিশন তাতে মোট ভোটার ৪৭৮৭। পরবর্তীতে স্থগিত কেন্দ্রের ভোট গ্রহণ শেষে অনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান।
এদিকে স্বতন্ত্র প্রার্থী এহসানুল মাহবুব জুবায়ের টেবিল ঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ৯৫৪। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ডা. মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন খান হাত পাখা প্রতিকে পেয়েছে ২ হাজার ১৯৫। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের প্রার্থী মোহাম্মদ আবু জাফর পেয়েছেন মই প্রতিকে ৯০০ ভোট, স্বতন্ত্র প্রার্থী এহসানুল হক তাহের ঘড়ি প্রতিকে ২৯২ ভোট, স্বতন্ত্র প্রার্থী বদরুজ্জামান সেলিম বাস প্রতিকে ৫৮২ ভোট।
সিলেট সিটিতে ১৩২ কেন্দ্রে মোট বৈধ ভোট পড়েছে ১ লাখ ৯১ হাজার ২৮৯টি।