বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আনুষ্ঠানিক ফল ঘোষণা হয়নি।
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আনুষ্ঠানিক ফল ঘোষণা হয়নি। তবে এপর্যন্ত ঘোষিত ফলাফলের ভিত্তিতেই আওয়ামী লীগের প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহই বিজয়ী হয়েছেন।
সোমবার অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ১২৩টি কেন্দ্রের মধ্যে ১৬টি স্থগিত হওয়ায় কোন মেয়র প্রার্থীকেই বিজয়ী ঘোষণা করেননি রিটার্নিং কর্মকর্তা মো. মুজিবুর রহমান।
তবে ঘোষিত ফলে দেখা যায়, নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মজিবর রহমান সরওয়ারের চেয়ে ৮৭ হাজারের বেশি ভোটে এগিয়ে আছেন সাদিক। স্থগিত কেন্দ্রের মোট ভোট ৩২ হাজার ৯৩০টি। অর্থাৎ, বাকি কেন্দ্রগুলোর সব ভোট বিএনপি প্রার্থী পেলেও তিনি আওয়ামী লীগ প্রার্থীকে অতিক্রম করতে পারবেন। ফলে নৌকার প্রার্থীকে বিজয়ী ঘোষণা এখন শুধু আনুষ্ঠানিকতার অপেক্ষা মাত্র।
বরিশালে সিটিতে মোট ভোটার ২ লাখ ৪২ হাজার ১৬৬ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৩০০ জন।
একজন মেয়র, ৩০ জন ওয়ার্ড কাউন্সিলর এবং ১০ জন নারী কাউন্সিলর নির্বাচনে ভোট দেন এই ভোটাররা।
গোলযোগ ও অনিয়মের কারণে ১৫টি কেন্দ্রের ভোট স্থগিত হয়, ফল ঘোষণা স্থগিত হয় একটি কেন্দ্রে।
মধ্যরাতে নগরীর নথুল্লাবাদে আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকে ১০৭টি কেন্দ্রের ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মুজিবুর রহমান।
তাতে দেখা যায়, নৌকা প্রতীকে সাদিক পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৩৫৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সরওয়ার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ১৩৫ ভোট।