সুনামগঞ্জের ট্রাফিক সাপ্তাহ পালিত
সুনামগঞ্জ প্রতিনিধি
আইন মেনে চালাব গাড়ি নিরাপধে ফিরবে বাড়ি,নিরাপদে চালাই গাড়ি,ট্রাফিক আইন মেনে চলি এই শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে ট্রাফিক সপ্তাহ ২০১৮উপলক্ষে র্যালী ও মোটর সাইকেল শোভা যাত্রার মাধ্যমে পুলিশ শহরে বর্ণাঢ্য শোভা যাত্রা বের করে।
সোমবার (৬জুলাই) সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা পুলিশের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শহরের ট্রাফিক পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন,জেলা প্রশাসক মোঃ সাবিরুল ইসলাম,পুলিশ সুপার মোঃ বরকত উল্লাহ খান,সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত,অতিরিক্তি জেলা প্রশাসক(সার্বিক) মোঃ শফিউল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নুরুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হায়াতুন্নবী,সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান,সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ শহীদুল্লাহ, সুনামগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর মোঃ সামছুল আলম,সদর ওসি(তদন্ত) মোঃ আব্দুল্লাহ আল মামুন,ডিবি ওসি মোঃ মুক্তাদির হোসেন,ডিআইও টু মোঃ আব্দুল লতিফ প্রমুখ। ট্রাফিক সপ্তাহে র্যালিতে জেলা প্রশাসন,পুলিশ,পরিবহন মালিক-শ্রমিক নেতা,শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন অংশ নেন।
এসময় বক্তারা বলেন,ট্রাফিক আইন মেনে গাড়ি চালানো হলে অনেকাংশে সড়ক দূর্ঘটনা রোধ করা সম্ভব। এজন্য গাড়ি গুলোর রুট পারমিট,প্রশিক্ষনপ্রাপ্ত ড্রাইভারদের বৈধ লাইসেন্স থাকা এবং সর্তকতার সাথে যাত্রী পরিবহণের ক্ষেত্রে চালকদের সচেতনতার কোন বিকল্প নেই। পাশাপাশি সাধারণ জনগণ রাস্তা দিয়ে হঠাৎ করে দৌড় দেয়া ট্রাফিক আইন না মানা সড়ক দূর্ঘটনার অন্যতম কারণ। এজন্য জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহবান জানান তারা। পরে জেলার রোবারাস্কাউট নিরাপদ সড়ক বিষয়ে কর্মশালার আয়োজন করে। গতকাল রবিবারও জেলা ব্যাপী ট্রাফিক সপ্তাহ উপলক্ষ্যে পুলিশ সড়কে অভিযান চালিয়েছে। রবিবার সকাল থকে রাত ৮টা পর্যন্ত প্রথম দিনের অভিযানে ৮৭টি মামলা দায়ের হয়েছে।