মেজর কামরুল হাসান ভূঁইয়া আর নেই
বীর মুক্তিযোদ্ধা মেজর কামরুল হাসান ভূঁইয়া (অব.) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার দুপুর ২টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি আত্মীয়-স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।
তিনি একাধারে একাত্তরের গেরিলা যোদ্ধা, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত মুক্তিযুদ্ধ গবেষক ও লেখক।
জানা যায়, দীর্ঘদিন ধরেই নানাবিধ শারীরিক জটিলতা নিয়ে তিনি সিএমেইচ-এ চিকিৎসাধীন ছিলেন। গত ২৩ জুলাই থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। গত ২৪ জুলাই তাকে লাইফ সাপোর্ট রাখা হয়। আজ বাদ মাগরিব বারিধারা ডিওএইচ এস এ তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
কামরুল হাসান ভূঁইয়া ১৯৫২ সালের ২৪ জুলাই কুমিল্লায় জন্মগ্রহণ করেন। পড়াশোনা করেছেন যশোর জেলা স্কুল ও ঝিনাইদহ ক্যাডেট কলেজে। ১৯৮৩ সালে চীনা ভাষায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন বেইজিং ভাষা ও সংস্কৃতি বিশ্ববিদ্যালয় থেকে।উচ্চ মাধ্যমিক পরীক্ষার বছরে অর্থাৎ ১৯৭১ সালের ১৩ এপ্রিল মুক্তিযুদ্ধে যোগ দেন তিনি। যুদ্ধ করেন ২ নম্বর সেক্টরে।
১৯৭৪ সালের ৯ জানুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন কামরুল হাসান ভূঁইয়া। ১৯৭৫ সালের ১১ জানুয়ারি সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কমিশন লাভ করেন। ১৯৯৬ সালের ১২ জুলাই মেজর পদমর্যাদায় থাকা অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় অবসর নেন। মৃত্যুর আগে পর্যন্ত তিনি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর লিবারেশন ওয়ার স্টাডিজের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তার প্রকাশিত বইয়ের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক বইয়ের সংখ্যা ২৩টি, সামরিক ইতিহাসের ওপর লেখা ১টি এবং শিশুতোষ গ্রন্থ ৩টি।