ধুনটে সড়ক দুর্ঘটনায় আহত-১,
এম তাজুল ইসলাম, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনটে মালবাহী প্রাইভেট কারের সাথে ধাক্কা লেগে শিরিন বেগম (৫৫) নামের এক মহিলা আহত হয়েছে। গাড়িটি দ্রæতগতিতে পালানোর চেষ্টা করলে গাড়ী ও চালক সহ সারিয়াকান্দির জোড়গাছা চার মাথায় গাড়ীটি আটকিয়ে পুলিশের কাছে সোর্পদ করে সিএনজি চেইনা মাষ্টার ও স্থানীয়রা। গতকাল বুধবার আনুমানিক সকাল ৮টায় ধুনট উপজেলার বড়িয়া মোজাফ্ফর মাষ্টার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূতে জানা গেছে, টাঙ্গাইলের করটিয়া থেকে ছেড়ে আসা সারিয়াকান্দির তরফদার মার্টেকের কাপড় ব্যবসায়ী শ্রী শহিদ, রহমান মার্কেটের শ্রী শংকর কুমার ও অজ্ঞাত তিন কাপর ব্যবসায়ির কাপড় বহনকারি (ঢাকা মেট্টো-চ ১১-৪১৩২) নম্বরের গাড়িটি ধুনটের বড়িয়া মোজাফ্ফর মাষ্টারের বাড়ী সংলগ্ন এলাকায় পৌঁছলে শিরিন বেগম ও তার স্বামী আব্দুল ওয়াহেদ নামের পথচারিকে ধাক্কা দিয়ে পালিয়ে আসে। এতে ওয়াহেদ আহত না হলেও শিরিন হাতে মাথায় এবং পায়ে আঘাত প্রাপ্ত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে ধুনট হাসপাতালে পাঠায়। সেখানকার চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক না হওয়ায় চিকিৎসা দিয়ে রোগীকে বাড়ীতে পাঠিয়ে দেয়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনকারি সারিয়াকান্দির চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক এসআই মুঞ্জুর মোর্শেদ মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বড়িয়ায় সড়ক দুর্ঘটনায় গাড়ীসহ আবু বকর সিদ্দিক নামের এক চালককে পুলিশী হেফাজতে নেওয়া হয়েছে। রোগী সুস্থ্য না হওয়া পর্যন্ত তাকে পুলিশ হেফাজতে রাখা হবে। সন্ধায় পৌনে ছয়টায় রির্পোট লেখার আগ পর্যন্ত আহতের পরিবার বিষয়টি যাতে আইনী প্রক্রিয়ায় না জড়ানোর হয় এজন্য তারা প্রসাশনের সাথে যোগাযোগ করছেন।