রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় বাসায় তল্লাশি চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় বাসায় তল্লাশি চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এসময় কাউকে গ্রেফতার করা না হলেও, জননিরাপত্তার স্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।
গেল সোমবার( ৬ আগস্ট) বসুন্ধরা এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বহিরাগতদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দিনভর পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হলেও আহত হন বেশ কিছু শিক্ষার্থী। পরের দিন বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে প্রশাসন।
এর একদিন পর বুধবার( ৮ আগস্ট) রাতে বসুন্ধরা আবাসিক এলাকা, নতুন বাজারসহ আশেপাশের কয়েকটি এলাকার বেশিরভাগ বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। এতে অংশ নেয় এক হাজারেরও বেশি আইনশৃঙ্খলা রক্ষীবাহিনীর সদস্য। তবে নিরাপদ সড়কের দাবিতে সাম্প্রতিক বিক্ষোভের সঙ্গে এই অভিযানের কোন সম্পর্ক নেই বলে জানান ডিএমপি কমিশনার আছাদ্দুজ্জামান মিয়া। তিনি বলেন, চলমান আন্দোলনের সঙ্গে এই অভিযানের কোন সম্পৃক্ততা নেই। ঢাকা মহানগরীকে নিরাপদ রাখতে ও নিরাপত্তা দেয়ার জন্যে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় আমরা তল্লাশি করে থাকি। যাতে বাইরে থেকে কোন সন্ত্রাসী এখানে এসে কোন নাশকতা করতে না পারে।
২০১৬ সালে হলি আর্টিজান হামলার পর থেকেই আলোচনায় আসে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়সহ বসুন্ধরা আবাসিক এলাকা। তাই এই এলাকায় জঙ্গিরা যেন অবস্থান নিতে না পারে সেদিকেও সতর্ক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী।
আছাদ্দুজ্জামান মিয়া বলেন, আপনারা জানেন যে এই বসুন্ধরা এলাকাতে হলি আর্টিজান হামলায় যারা অংশগ্রহণ করেছিলো তারা বাসা ভাড়া করে বসবাস করছিলো। তথ্য পর্যালোচনা করে জননিরাপত্তায় পুলিশের কার্যক্রম নিতে হয়। যেটিকে আমরা বলি প্রতিরোধ ব্যবস্থা।
পুলিশের তিন ঘণ্টার এই অভিযানে আটক করা হয়নি কাউকে।