সরকারি উন্নয়ন কর্মসূচির সুফল পাচ্ছেন না নওগাঁর আদিবাসীরা
সরকারের উন্নয়ন কর্মসূচির বেশিরভাগ থেকেই বঞ্চিত নওগাঁর বরেন্দ্র এলাকার আদিবাসীরা। অপুষ্টি আর অবহেলায় বেড়ে উঠছে তাদের নতুন প্রজন্ম। অশিক্ষা ও দরিদ্রতার সুযোগে প্রভাবশালীদের হামলা-মামলার শিকার হয়ে ভিটে-মাটিটুকুও হারাতে হয় এই প্রান্তিক জনগোষ্ঠীর। তবে জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের দাবি, সমাজের মূল ধারায় তাদের সম্পৃক্ত করতে নানা প্রকল্প হাতে নেয়া হয়েছে।
জীর্ণ-শীর্ণ পরিবেশ আর ঝুপড়ি ঘরে কোনমতে কাটছে জীবন। রোগবালাই হলে মিলছে না ভালো চিকিৎসা। ঠিকমতো পৌঁছায়নি শিক্ষার আলো। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের নানা পদক্ষেপ থাকলেও তার সুফল পাচ্ছেন না নওগাঁর বরেন্দ্র অঞ্চলের আদিবাসীরা। অবহেলা আর অনাদরে অপুষ্টিতে বেড়ে উঠছে তাদের শিশুরা।
আদিবাসীদের অভিযোগ, স্থানীয় জোতদার আর প্রভাবশালীদের কূটকৌশলে হামলা-মামলার শিকার হয়ে ভিটেমাটি হারাতে হয়। যুগ যুগ ধরে বসবাস করার পরও উচ্ছেদ আতঙ্কে দিন কাটছে তাদের। নিজেদের অধিকার ফিরে পেতে সরকারি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
পিছিয়ে পড়া আদিবাসীদের এগিয়ে না নিলে সরকারের টেকসই উন্নয়ন বাধাগ্রস্ত হবে বলে মনে করেন বিশিষ্টজনেরা।
এ বিষয়ে আইনজীবী অ্যাডভোকেট মহসীন রেজা বলেন, দরকারি কাগজগুলো তারা সংরক্ষণ করতে পারেন না এই সুযোগ নিয়ে এলাকার ভূমিদস্যুরা আদিবাসীদের বিরুদ্ধে মামলা করে আদালত থেকে আদেশ নিয়ে আদিবাসীদের উচ্ছেদ করে দিচ্ছে।