‘ভুয়া জন্মদিনের উছিলায় অনেকে খুনিদের পক্ষ নিচ্ছেন’
দেশের একটি মহল এখনো জাতীয় শোক দিবসে মিথ্যা জন্মদিন পালনের মাধ্যমে খুনিদের পক্ষ নিচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
সোমবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে তথ্য মন্ত্রণালয় আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীতে এ কথা বলেন তিনি।
ইনু বলেন, ‘ভুয়া জন্মদিন পালনের মাধ্যমে বিকৃত রুচির পরিচয় দিচ্ছে গোষ্ঠীটি। মন্ত্রী বলেন, স্বাধীন বাংলাদেশের ভিত নষ্ট করতেই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল ঘাতকেরা।’
রাষ্ট্রের বিরুদ্ধে কেউ যাতে আর ষড়যন্ত্র করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। একই অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক সংগ্রামের গল্প স্থান পেয়েছে এ প্রদর্শনীতে।
তিনি এসময় বলেন, ‘যারা ইতিহাসকে স্মরণ করে না তারা নতুন ইতিহাস বরণ করে নিতে জানে না। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা শেখ মুজিবুরের রহমানের অবদানকে ধামাচাপা দেয়া হয়েছিল। ১৫ আগস্টে যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারা বাংলাদেশের ভিত নষ্ট করতে চেয়েছিল। আজকে শেখ হাসিনার হাত ধরে এই দেশের উন্নয়ন হয়েছে। মিথ্যা জন্মদিনের উছিলায় অনেকে খুনিদের পক্ষে অবস্থান গ্রহণ করেন।