জাতীয় ঈদগাহের প্রধান জামাত সকাল ৮টায়
ঈদুল আজহার প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। বুধবার (২২ অাগস্ট) সকাল ৮টায় প্রায় ১ লাখ মুসল্লি এখানে ঈদের নামাজ আদায় করতে পারবেন। আবহাওয়া খারাপ হলে বায়তুল মোকাররমে সকাল সাড়ে আটটায় নামাজ হবে।
এদিকে, মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া। সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার আওতায় রাজধানী জুড়ে মোতায়েন থাকবে ১৪ হাজার পুলিশ।
ত্রিপল ও সামিয়ানা সহযোগে জাতীয় ঈদগাহের প্রস্তুতি ইতিমধ্যে শেষ। আগামী বুধবার এখানেই অনুষ্ঠিত হবে দেশের প্রধান ঈদ জামায়াত। প্রায় দেড়শত মানুষের গত একমাসের দিনরাত পরিশ্রমে অস্থায়ীভাবে নির্মিত হয়েছে এটি।
সকাল পৌনে ১১টার দিকে ঈদগাহের শেষ সময়ের কাজ পরিদর্শনে আসেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন। এসময় নারীদের পাশাপাশি পুরুষেরাই ঈদ জামাতে নামাজ আদায় করতে পারবেন বলে জানান।
এর পরপরই জাতীয় ঈদগাহের নিরাপত্তা প্রস্তুতির পর্যবেক্ষণে আসেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আসাদুজ্জামান মিয়া। সোয়াত, বোম ডিস্পোজাল ইউনিটসহ ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানান।