'মিয়ানমার নাগরিক' শব্দটি বাদ দিতে বলেছে
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেয়া কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গাদের পরিচয়পত্র থেকে 'মিয়ানমার নাগরিক' শব্দ দুটি বাদ দিতে বলেছে মিয়ানমার।
গত সপ্তাহে নেপিদোতে দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকে এ প্রস্তাব দেয় দেশটির কর্মকর্তারা।
বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব দেলোয়ার হোসেন আরব নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান।
তিনি বলেন, গত সপ্তাহের বৈঠকে রোহিঙ্গাদের পরিচয় বদলানোর বিষয়টি মিয়ানমার তুললেও এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
তবে বাংলাদেশ পরবর্তী শব্দ হিসেবে 'জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের বাসিন্দা' অথবা 'রাখাইনে বাস্তুচ্যুত বাসিন্দা' ব্যবহারের কথা চিন্তা করছে।
তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে নেওয়া হয়নি বলে জানান তিনি।
বিশেষজ্ঞরা বলেন, রোহিঙ্গাদের বর্তমান পরিচয় বদলানো হলে ভবিষ্যতে জনগোষ্ঠীটির অধিকার ঝুঁকির মধ্যে পড়তে পারে।