চামড়া পাচার ঠেকাতে ফেনী সীমান্তে সতর্কতা
কোরবানি পশুর চামড়া পাচার ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ফেনী সীমান্তের ১৭টি স্পটে সতর্কতা জারি করেছে। ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. সহিদুর রহমান জানান, প্রতিটি বিওপিতে ৬ জন বিজিবি সদস্য দিনরাত মোতায়েন রয়েছে।
এ ব্যাপারে তিনি বলেন, সীমান্তবর্তী জেলার ১৭টি বিওপিতে বিশেষ টহলের মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হয়েছে, যাতে কোনভাবে ভারতে চামড়া পাচার হতে না পারে। বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ইতোমধ্যে জেলার সীমান্তবর্তী ১০৩ কিলোমিটার এলাকায় বিশেষ টহল জোরদার করা হয়েছে ও বিভিন্ন স্থানে স্পট নির্ধারণ করে দেওয়া হয়েছে। পাশাপাশি সদর উপজেলার ধর্মপুর, পরশুরাম, ছাগলনাইয়া ও ফুলগাজীর সীমান্তের চামড়া পাচার ঠেকাতে ৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ান (বিজিবি) সতর্ক অবস্থানে রয়েছে।
এদিকে একাধিক খুচরা বিক্রেতা জানান, অধিক মুনাফার আশায় অসাধু চামড়া ব্যবসায়ীরা সীমান্ত দিয়ে ভারতে চামড়া পাচার করে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চামড়া পাচার করতে না পারলে তারা সিন্ডিকেট করে খুচরা ব্যবসায়ীদের ঠকিয়ে থাকে। তবে এ ব্যাপারে ঈদের আগে থেকেই সতর্ক রয়েছে ফেনীস্থ বিজিবি।