বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে বদিউজ্জামান সোহাগ
এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট
ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বাগেরহাট জেলা আওয়ামীলীগ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ জাতীয় শোক দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত শোক সভায় বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে জাতিকে ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু তাদের সে উদ্দেশ্যে সফল হয়নি। আল্লাহর অসীম রহমতে বঙ্গবঙ্গুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের একজন সফল প্রধানমন্ত্রী।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের কাছে একটি মডেল রোল।শনিবার বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ আয়োজিত জাতীয় শোক দিবসে তিনি আরো বলেন, দেশ ও জাতির উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই। এ শোক দিবসে শোককে শক্তিতে রুপান্তরিত করে দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে নৌকার অগ্রযাত্রায় সকলকে সামিল হতে হবে। উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ নেতা এ্যাড. খান সিদ্দিকুর রহমান, অধ্যাপক মাহফিজুর রহমান, মোরেলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক , সাবেক উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ মোসলেম উদ্দিন, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আবু সাইদ, শরণখোলা উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন আকন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, আওয়ামীলীগ নেতা মুসফেকুর রহমান নাহার, সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোস্তাফিজুর রহমান, চেয়ারম্যান শাহ চাঁন মিয়া শামীম, রিপন তালুকদার, সাবেক চেয়ারম্যান মাহাবুব হোসেন শিকদার, শরণখোলা আওয়ামীলীগ নেতা শেখ মোহাম্মদ আলী, মুক্তিযোদ্ধা আবুল হোসেন ফকির, সাউথখালী ইউনিয়ন চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, খোন্তাকাটা চেয়ারম্যান মহিউদ্দিন খান, জেলা পরিষদের সদস্য নাসির উদ্দিন খান, মহিম আকন , সাবেক ছাত্রলীগ নেতা খান হাসিবুর রহমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি ওবায়দুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক আবু ফয়েজ নিশাত, পৌর ছাত্রলীগ সভাপতি মনির হোসেন রাজ্জাক, কলেজ ছাত্রলীগ সম্পাদক নাইমুল ইসলাম নাইম প্রমুখ। জনসমুদ্রে পরিনত শোক সভা শেষে মিলাদ মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।