মাগুরায় বন্দুক যুদ্ধের ঘটনায় ২ ডাকাত নিহত
মহসিন মোল্যা মাগুরা জেলা প্রতিনিধি
মাগুরা সদর উপজেলার লাউতড়া ইটভাটা এলাকায় শুক্রবার মধ্যরাতে বন্দুক যুদ্ধের ঘটনায় শিবাদুল ইসলাম শিবা (৪৫) এবং কামাল হোসেন (৩৫) নামে ২ ডাকাত নিহত হয়েছে।ঘটনাস্হল থেকে উদ্ধার করা হয়েছে বন্দুকের গুলি ও রামদা।
পুলিশের দাবি লুটের টাকা ভাগ করার সময় বন্দুক যুদ্ধের ঘটনায় প্রতিপক্ষের গুলিতে তারা নিহত হয়েছে।
মাগুরা অতিরিক্ত সুপার জনাব তারিকুল ইসলাম জানান,শুক্রবার মধ্যরাতে লুটের টাকা ভাগা-ভাগি নিয়ে দু-দল ডাকাতের মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে।এ সময় শিবাদুল ইসলাম শিবা (৪৫) এবং কামাল হোসেন (২৫) নামে ২ জন গুলিবিদ্ধ হয়।পরে তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
নিহত শিবাদুল ইসলাম শিবু মাগুরা সদর উপজেলার ভাবনহাটি গ্রামের শাহাদৎ হোসেনের পুত্র এবং কামাল হোসেন যশোর সদর উপজেলার নরসিংহপুর এলাকার নুরুন্নবী মোল্যার পুত্র।
ঘটনাস্হল থেকে ৫ রাউন্ড বন্দুকের গুলির খোসা এবং ৪ টি রামদা উদ্ধার করা হয়েছে।
নিহত শিবাদুল ইসলাম শিবার নামে ৮ টি ডাকাতি ও সহিংসতার মামলা অপরদিকে কামাল হোসেনের নামে ৫ টি মামলা রয়েছে বলে জানা যায়।