সদ্য শেষ হওয়া বিশেষ বিসিএসে উত্তীর্ণ চিকিৎসকদের নিয়োগ অক্টোবর-নভেম্বরের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
শনিবার (২৫ আগস্ট) দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এ কথা জানান। এ সময় তিনি বলেন, খুব শিগগিরই চিকিৎসা সুরক্ষা আইন মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা স্পেশাল বিসিএস নিয়েছি। তরুণ ডাক্তার নিয়োগের জন্য। তাদের লিখিত পরীক্ষা হয়ে গেছে। আমাকে জানানো হয়েছে, দ্রুত ভাইভা গ্রহণের মধ্য দিয়ে অক্টোবর ও নভেম্বরে ৭ হাজার চিকিৎসক নিয়োগ দেব। এদেরকে তিন বছরের জন্য গ্রামে মোতায়েন করা হবে। অর্থাৎ নভেম্বরের মধ্যে