যেভাবে দেখা যাবে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ
এক সময়ের প্রাণের খেলা ফুটবলকে তো একরকম ভুলতেই বসেছিলো বাংলাদেশের দর্শকরা। দেশের ফুটবলে শেষ কবে এতোটা সুসময় এসেছিলো, তা বলতে হলে হয়তো অনেকক্ষণ ভাবতে হবে। কারণ, নিকট অতীতে যা কিছু ঘটেছে তার সবই নেতিবাচক ছিলো বাংলাদেশের ফুটবলের জন্য। তবে, সময় ঘুরেছে। অভূতপূর্ব এক সময় কাটাচ্ছে বাংলাদেশ ফুটবল দল।
নতুন কোচের অধীনে বদলে গেছে দলটা। দেশে-বিদেশে প্রায় দু'মাসের কন্ডিশনিং ক্যাম্পের পর এশিয়াডে ইতিহাস গড়েছে জেমি ডে'র শিষ্যরা। কাতারের মতো দলকে হারিয়ে উঠেছিলো নক আউটে পর্বে। যদিও, উত্তর কোরিয়ার কাছে হেরে শেষ হয় তাদের মধুচন্দ্রিমা।
এবারের লড়াইটা দেশের মাটিতে। বিপক্ষ দলের নামটা শ্রীলঙ্কা বলেই হয়তো একটু নির্ভার জেমি ডে।
দীর্ঘদিন পর দেশের মাটিতে ফুটবল নিয়ে উন্মাদনার কমতি নাই, বিশেষ করে নীলফামারীতে। শেখ প্রায় বিশ হাজার দর্শক ধারণক্ষমতা শেখ কামাল ফুটবল স্টেডিয়ামের। এরইমধ্যে বিক্রি হয়ে গেছে সব টিকিট। দলে দলে দর্শকরা মাঠে আসতে শুরু করেছেন। ম্যাচ শুরুর দেড় ঘণ্টা আগে খেলোয়াড়দের মাঠে উপস্থিত হওয়ার কথা। অর্থাৎ, বেলা আড়াইটা নাগাদ মাঠে চলে আসবেন ফুটবলাররা।