মাগুরার শ্রীপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
মহসিন মোল্যা মাগুরা জেলা প্রতিনিধি
আজ ২৯ আগষ্ট বুধবার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষে মাগুরা শ্রীপুর উপজেলার শ্রীপুর এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মুক্ত মঞ্চে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ ভারপ্রান্ত সভাপতি জনাব আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মাগুরা জেলা আওয়ামীলীগ সভাপতি জনাব তানজেল হোসেন খাঁন,বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মাগুরা-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মেজর জেনারেল (অবঃ) এ টি এম আব্দুল ওয়াহহাব।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন,মাগুরা জেলা সাধারন সম্পাদক ও মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান জনাব পঙ্কজ কুমার কুন্ডু,মাগুরা জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান জনাব সৈয়দ শরিফুল ইসলাম,মাগুরা জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও নাকোল ইউনিয়ন চেয়ারম্যান জনাব হুমায়নুর রশিদ মুহিত,মাগুরা জেলা যুবলীগ আহ্বায়ক জনাব ফজলুর রহমান,মাগুরা জেলা ছাত্রলীগ সভাপতি মীর মেহেদী হাসান রুবেল,মাগুরা জেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক আলী হোসেন মুক্তা,শ্রীপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি সাজ্জাদ হোসেন,শ্রীপুর উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক আব্দুর রহিম সর্দ্দার,শ্রীপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি কাজী জালাল উদ্দীন সহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান উপস্হাপনায় ছিলেন শ্রীপুর ইউনিয়ন চেয়ারম্যান জনাব মসিয়ার রহমান।
এ সময় বক্তারা অবিলম্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের বিচারের দাবি জানান এবং জননেত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে সকল দলীয় কোন্দল ভূলে আগামী নির্বাচনে আওয়ামীলীগকে জয়যুক্ত করার আহ্বান জানান।