গাংনীতে অস্ত্র ও গুলিসহ ডাকাত সর্দ্দার আটক
এম এ লিংকন,মেহেরপুর
গাংনী থানা পুলিশ রেজাউল ইসলাম (৫৮) নামের একজনকে আটক করেছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি দেশীয় সার্টারগান ও এক রাউন্ড বন্দুকের কার্তুজ। রোববার বিকেলে মেহেরপুর আদালত এলাকা থেকে আটকের পর মধ্যরাতে তার নিজ বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পুলিশের দাবী, রেজাউল ইসলাম আন্তঃজেলা ডাকাত সর্দ্দার । তার নামে দুটি আগ্নেয়াস্ত্র ও ছয়টি ডাকাতি মামলা রয়েছে।
সে গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের মৃত বদর উদ্দীন ওরফে বদির ছেলে। সোমবার দুপুরে তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার জানান, রেজাউল ইসলাম আন্তঃজেলা ডাকাত সর্দার। বেশ কয়েক বছর আগে তার নামে দায়ের করা ৪টি ডাকাতি ও ২টি অস্ত্র মামলা মেহেরপুর আদালতে বিচারাধীন।
বর্তমানে সে ওই মামলাগুলোতে জামিনে রয়েছে। রোববার বিকেলে মেহেরপুর সদর থানা পুলিশ মেহেরপুর আদালতের সামনে থেকে আটক করে গাংনী থানা পুলিশে সোপর্দ করে। রাতে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আগ্নেয়াস্ত্র ও গুলির বিষয়টি স্বীকার করলে গভীর রাতে তার নিজ বাড়িতে তল্লাশি চালানো হয়।
এসময় তার ঘর থেকে উদ্ধার করা হয় একটি সার্টারগান ও এক রাউন্ড বন্দুকের কার্তুজ। বেশ কয়েক বছর আগে ডাকাতি করার সময় থেকে অস্ত্র গুলি তার হেফাজতে রয়েছে এবং বর্তমানে সে ডাকাতির সাথে জড়িত নয় বলে দাবী করেছে রেজাউল ইসলাম।