মাগুরা শালিখা উপজেলা প্রশাসনের উদ্যোগে শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ (অনুর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্ট
মহসিন মোল্যা,মাগুরা জেলা প্রতিনিধি
মাগুরা শালিখা উপজেলা প্রশাসনের উদ্যোগে আগামীকাল ৫ সেপ্টেম্বর বুধবার থেকে শুরু হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের অধিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭)।
আগামীকাল ৫ সেপ্টেম্বর বুধবার উদ্বোধনী খেলায় পুলম মাঠে মুখোমুখি হবে গঙ্গরামপুর ইউনিয়ন বনাম বুনোগাতি ইউনিয়ন।
আগামী ৭ সেপ্টেম্বর শুক্রবার সিংড়া মাঠে মুখোমুখি হবে তালখড়ি ইউনিয়ন বনাম ধনেশ্বরগাতি ইউনিয়ন এবং অপর খেলায় শরুশুনা খেলার মাঠে মুখোমুখি হবে শালিখা ইউনিয়ন বনাম শালিখা উপজেলা ক্রীড়া সংস্হা।
এবং ৮ সেপ্টেম্বর শনিবার আড়পাড়া খেলার মাঠে মুখোমুখি হবে আড়পাড়া ইউনিয়ন বনাম শতখালী ইউনিয়ন।
এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্ধারিত ভেন্যুতে ৯ সেপ্টেম্বর রবিবার প্রথম সেমিফাইনাল এবং ১০ সেপ্টেম্বর সোমবার দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।
এ সম্পর্কে শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সুমী মজুমদার বলেন,আগামী ৫ সেপ্টেম্বর থেকে শালিখা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (অনুর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্ট ২০১৮ অনুষ্ঠিত হতে যাচ্ছে।সবাইকে খেলা দেখার আমন্ত্রন রইল।এখনো ফাইনাল ম্যাচের তারিখ ও ভেন্যু নির্ধারন করা হয়নি।তারিখ এবং ভেন্যু নির্ধারিত হলে পরে আপনাদের জানিয়ে দেওয়া হবে।