পাকিস্তানের পরবর্তী রাষ্ট্রপতি আলভি
পাকিস্তানের ১৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ডা. আরিফুর রেহমান আলভি। তিনি ছিলেন প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রার্থী। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) পার্লামেন্টে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। পাকিস্তান নির্বাচন কমিশন অবশ্য ঘোষণা দিয়েছে, আগামীকাল (বুধবার) আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন নিউজের প্রতিবেদনে বলা হয়, আজ দেশটির স্থানীয় সময় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গোপন ব্যালটে এ ভোট গ্রহণ চলে।
প্রসিডেন্ট নির্বাচনের ভোটে আলভি ৪৩০ ভোটের মধ্যে পেয়েছেন ২১২ ভোট। সরকারিভাবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা চলার কথা বলা হলেও প্রাথমিকভাবে রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতাসীন দলের এ নেতার নির্বাচিত হওয়া নিয়ে চলছে গুঞ্জন।
অন্যদিকে জমিয়াত উলামায়ে ইসলামের (জেইউআই-এফ) ফজল উর-রেহমান ১৩১ এবং পাকিস্তান পিপলস পার্টি'র (পিপিপি) আইতাজ আহসান পেয়েছেন ৮১ ভোট। ৬টি ভোট বাতিল হয়েছে ।
৮ সেপ্টেম্বর বর্তমান প্রেসিডেন্ট মামনুন হোসাইনের মেয়াদ শেষ হচ্ছে। এরপরই পাকিস্তানের ১৩ তম প্রেসিডেন্ট হিসেবে পাঁচ বছরের জন্য দায়িত্ব পালন শুরু করবেন ড. আলভি।
প্রসিডেন্ট নির্বাচিত হয়ে আলভি বলেন, আজ থেকে আমি শুধু পিটিআইয়ের মনোনীত রাষ্ট্রপতি নই। আমি এখন পুরো জাতির এবং সব দলের রাষ্ট্রপতি। আমার কাছে সব দলের সমানাধিকার থাকবে।