পঞ্চগড় ছিটমহলের জরিপকৃত জমির রেকর্ডপত্র হস্তান্তর
পঞ্চগড়ের বিলুপ্ত ছিটমহলের জরিপকৃত জমির রেকর্ডপত্র প্রশাসনের কাছে হস্তান্তর করেছে দিনাজপুর জরিপ বিভাগ।
মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সকালে জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা বিলুপ্ত ৩৬টি ছিটমহলের ২৬ হাজার জমির রেকর্ডপত্র ও নকশা পঞ্চগড় জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন।
২০১৬ সালের ৬ই ফেব্রুয়ারি জরিপ কার্যক্রম শুরু করে দিনাজপুর জরিপ বিভাগ। এ বছরের আগস্ট মাসে ১৯টি মৌজার ১১ হাজার ৯শ' ৬২ একর জমির রেকর্ডপত্র তৈরি করা হয়।
বিলুপ্ত ৩৬টির মধ্যে বোদা উপজেলায় ২২, দেবিগঞ্জে ৮ ও সদরে ৭টি ছিটমহল রয়েছে।