বেনাপোলে ইউএস ডলারসহ দুই পাচারকারী আটক
শহিদুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৮৯ হাজার ৮শ’ মার্কিন ডলারসহ ওবাইদুর রহমান(২৬)ও মাসুদ মোল্লা(৩০)নামে দুই হুন্ডি পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
বৃহস্পতিবার সকালে বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোস্ট থেকে তাদের কে আটক করা হয়।
আটককৃত ওবাইদুর নড়াইল জেলার নড়াগাতী উপজেলার মৃত আমির হোসেনের ছেলে ও মাসুদ মোল্লা একই এলাকার কাউছার মোল্লার ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, দুই হুন্ডি পাচারকারী বিপুল পরিমাণ মার্কিন নিয়ে বেনাপোল থেকে ছেড়ে একটি লোকাল বাসে করে যশোরে দিকে রওনা দিয়েছে। এমন সংবাদে আমড়াখালী বিজিবি চেকপোস্টে ওই লোকাল বাসে গতিরোধ করে তল্লাশী করে দুই জনকে আটক করে।পরে তাদের শরীর তল্লাশী করে ৮৯ হাজার ৮শ’ মার্কিন ডলার বা বাংলাদেশী ৭৫ লাখ টাকা আটক করা হয়।
৪১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল আরিফুল হক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, দুই পাচারকারীকে ও উদ্ধারকৃত টাকাসহ মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।