বেনাপোলে অস্ত্রসহ মহিলা আটক
শহিদুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি
যশোরের বেনাপোল সীমান্ত থেকে দুটি হাত বোমা ও বিভিন্ন প্রকারের দেশীয় অস্ত্রসহ সেলিনা বেগম(৫০) নামে এক মহিলাকে আটক করেছে র্র্যাব ব্যাটলিয়নের সদস্যরা।
শনিবার(০৮সেপ্টেম্বর) বিকাল ৫ টার সময় বেনাপোল সীমান্তের কাগজপুকুর গ্রাম থেকে যশোর র্র্যাব-৬ এর সদস্যরা তাকে আটক করে।
আটক সেলিনা বেগম হত্যা, বিষ্ফোরকসহ একাধিক সন্ত্রাসী মামলার আসামী আমিরুলের স্ত্রী। এলাকায় রাজনৈতিক ছত্রছায়ায় সে দীর্ঘদিন যাবত তার সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসলেও তা ছিল ধরা ছোওয়ার বাইরে।
র্র্যাব জানায়, তাদের কাছে গোঁপন খবর আসে বেনাপোল সীমান্তে আমিরুল এর বাড়িতে কতিপয় ব্যাক্তি একত্রিত হয়েছে ডাকাতি করবার উদ্দেশ্যে । র্র্যাব ওই বাড়িতে অভিযান চালালে অপরাধীরা দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় ধওয়া করে সেলিনা বেগম নামে এক মহিলাকে আটক করা হয়। পরে ঘর তল্লাশী করে দেশীয় তৈরী দুটি হাত বোমা, দুটি রামদা, দুটি চাপাতি, একটি লোাহার দা, একটি সাবল, একটি লোহার পাত, একটি ছুরি, একটি লোহার টেঁটা এবং একটি চাবুক উদ্ধার করা হয়।
যশোর র্র্যাব- ৬ এর ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার সোহেল তাজ বিষয়টি নিশ্চিত করে বলেন, ধৃত আসামীর বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দেয়া হয়েছে।