রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হয়ে গেছে : পররাষ্ট্র সচিব
নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলে দাবি করেছেন পররাষ্ট্র সচিব শহিদুল হক। মিয়ানমারও এ ব্যাপারে আগ্রহী উল্লেখ করে তিনি বলেন, শীঘ্রই প্রত্যাবাসন শুরু হবে।
রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় ব্রুনাইয়ের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে প্রাথমিক পরামর্শ সভা শেষে সাংবাদিকদের একথা জানান পররাষ্ট্র সচিব।
তিনি আরও জানান, বাংলাদেশের বিদ্যুৎ, ঔষুধখাতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে ইসলামিক প্রজাতন্ত্র ব্রুনাই। এছাড়া বাংলাদেশে থেকে হালাল মাংস এবং শ্রমশক্তিও আমদানি করতে চায় দেশটি। রোহিঙ্গা ইস্যুতেও আসিয়ানভুক্ত দেশটি বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান পররাষ্ট্র সচিব।
ঢাকা সফররত ব্রুনাই পররাষ্ট্র দপ্তরের প্রতিনিধিদল বাণিজ্যিক সম্ভাবনা উন্মোচনে এফসিসিআইসহ বিভিন্ন ব্যবসায়িক ফোরামের সঙ্গে বৈঠক করবে বলেও জানান এ কর্মকর্তা।