অ্যামাজন প্রতিষ্ঠাতার ঘণ্টায় আয় ১ কোটি ১০ লাখ ডলার, শ্রমিকদের ১২
অনলাইন জায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা প্রতি ঘণ্টায় ১ কোটি ১০ লাখ ডলার আয় করেন, অথচ প্রতিষ্ঠানটির শ্রমিকদের মজুরি ঘণ্টায় ১২ ডলার। যা অন্যান্য জায়ান্ট প্রতিষ্ঠানের তুলনায় সর্বনিম্ন।
যেখানে অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজসের দৈনিক আয় ২৬ কোটি ৮০ লাখ ডলার। বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি, তাদের ব্যবস্থাপনা ও শ্রম ব্যবস্থা নিয়ে গবেষণা করা প্রতিষ্ঠান গ্লাসডোরের গবেষণায় উঠে এসেছে এমন তথ্য।
অ্যামাজনের শ্রমিকদের বার্ষিক মজুরি ৫৮ হাজার থেকে ১ লাখ ৪৬ হাজার ডলার। এজন্য ৫শ' বা তার চেয়ে বেশি শ্রমিক দিয়ে পরিচালিত কোম্পানিগুলোর জন্য নতুন আইনের পরামর্শ দিয়েছে মার্কিন সিনেট সদস্য। এ আইনের আওতায় সরকারের পক্ষ থেকে যেসব সুবিধা শ্রমিকরা পায়, সে অনুযায়ী কর পরিশোধ করতে হবে তাদের। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, বর্তমানে টেক জায়ান্ট অ্যাপলের পর ট্রিলিয়ন ডলারের কোম্পানির অবস্থানে আছে অ্যামাজন।