সড়ক ব্যবহারে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন সুসংহত করতে সরকারের কাজ অব্যাহত থাকবে। বুধবার (১২ সেপ্টেম্বর) বিকেলে দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশনের প্রশ্নোত্তর পর্ব এ কথা বলেন তিনি। সংসদ সদস্যদের অপর এক প্রশ্নের উত্তরে সড়ক নিরাপত্তায় সরকারের উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী সড়ক ব্যবহারে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, 'স্বচ্ছতা, জবাবদিহিতা, পরমাসহিষ্ণুতা, মানবাধিকার ও আইনের শাসন সুসংহতকরণ এবং জাতির অগ্রযাত্রা, স্বপ্ন ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সামাজিক খাতে দারিদ্র্য নিরসন, শিক্ষা, স্বাস্থ্য ও নারীর ক্ষমতায়ন, নিরাপত্তা ও অগ্রগতি নিশ্চিতকরণে আওয়ামী লীগ সরকারের অর্জন অভূতপূর্ব। দেশ ও আন্তর্জাতিক সংকটের জাল ছিন্ন করে উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ বিশ্বে মধ্য আয়ের তালিকায় স্থান করে নিয়েছে।'
ট্রাফিক আইন সম্পর্কে তিনি বলেন, 'রাস্তা পারাপারের সময় সকলকে ট্রাফিক আইন মেনে চলা উচিত। এত বড় একটি দুর্ঘটনা ঘটলো, এত বড় একটি আন্দোলন হলো তারপরও আমরা দেখি মানুষের মধ্যে সেই সচেতনতা নাই। তারা যত্রতত্র রাস্তা পার হচ্ছে। সড়কে যারা চলাচল, রাস্তা পারাপার ও গাড়ি থেকে উঠা নামা করেন তাদের একটু সচেতন হওয়া প্রয়োজন বলে আমি মনে করি।'