নিয়ামতপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সদর ইউনিয়ন চ্যাম্পিয়ন
নওগাঁ জেলা প্রতিনিধি
সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরেও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট প্রথমবারের মত অনুষ্ঠিত হল। গত ১০ ও ১১ সেপ্টেম্বর উপজেলার ৭টি ইউনিয়ন (বাহাদুরপুর ব্যাতিত) খেলায় অংশ গ্রহণ করে।
গত বুধবার বেলা ৪টায় নিয়ামতপুর মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ফাইনাল খেলা।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৪৬, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য, নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার।
উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোঃ মাহফুজুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এনামূল হক, ওসি (তদন্ত) নাজমূল হক, নওগাঁ জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আবেদ হোসেন মিলন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম শেখ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, পলী সঞ্চয় ব্যাংক নিয়ামতপুর শাখার ব্যবস্থাপক আসাউর রহমান, নিয়ামতপুর সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক মন্টু, ভাবিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবাইদুল হক।
নিয়ামতপুর সদর ইউনিয়ন বনাম ভাবিচা ইউনিয়নের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নিয়ামতপুর ইউনিয়ন ৩-০ গোলের ব্যবধানে ভাবিচা ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
নিয়ামতপুর ইউনিয়নের রাজু আহমেদ সর্ব্বোচ্চ গোলা দাতা নির্বাচিত হন। গোল করেন ৩টি। সেরা খেলোয়াড় নির্বাচিত হয় নিয়ামতপুর ইউনিয়নের মিল্টন।