উল্লাপাড়ায় সরকারি সম্পত্তি অবৈধ দখল মুক্তের পর উপজেলা প্রশাসন থেকে মাছ বিক্রি
সাহারুল হক সাচ্চু, উত্তরাঞ্চল প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ শনিবার উপজেলা প্রশাসন থেকে অবৈধ দখল মুক্তের পর খাদুলি গ্রামের সরকারি সম্পত্তির একটি পুকুরের মাছ ধরে নিলাম ডাকে বিক্রি করে দেওয়া হয়। উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুজ্জামান এর উপস্থিতিতে বেলা বারো টায় পুকুরটি থেকে মাছ ধরা হয়। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বড়পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ন কবির লিটন, হাওড়া ভূমি অফিসের নায়ের মোঃ আবুল হোসেন প্রমুখ। উল্লাপাড়ার খাদুলি গ্রামের আবাদী জমি ও পুকুর মিলে প্রায় বাইশ একর সরকারি সম্পত্তি গ্রামেরই একটি চক্র দীর্ঘদিন অবৈধ দখলে রেখে ভোগ দখল করে আসছিলো। এ নিয়ে আদালতে একাধিক মামলা হয়। গত ১৮ই জুলাই বিজ্ঞ আদালত থেকে এ সম্পত্তি সরকারি বলে রায় ঘোষনা হয়। এ রায়ের প্রেক্ষিতে উল্লাপাড়া উপজেলা প্রশাসন থেকে প্রায় পনেরোটি পুকুরসহ আবাদী জমি সরকারি সম্পত্তি পরিচয়ে সাইনবোর্ড লটকানো হয়। এরই ধারাবাহিকতায় আজ শনিবার একটি পুকুরের মাছ ধরা ও বিক্রি করা হয়। উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার জানান সরকারি সম্পত্তি কেউ কোন অবস্থাতেই অবৈধ দখলে রাখতে পারবে না। পর্যায়ক্রমে সব পুকুরের মাছ বিক্রি করে সে টাকা সরকারের কোষাগারে জমা করা হবে।