কোটচাঁদপুরে মুক্তিপণের দাবীতে অপহৃত যুবক উদ্ধার:আটক ১
মো: নজরুল ইসলাম,কোটচাঁদপুর(ঝিনাইদহ)প্রতি নিধি
ঝিনাইদহের কোটচাঁদপুর থানাধীন বলুহর মৎস হ্যাচারী এলাকা থেকে ২০ লক্ষ টাকা মুক্তিপণের দাবীতে অপহৃত ঝিনাইদহের মহেশপুর উপজেলার আলামপুর ৪নং কলোনীর মো: বিশু মিয়ার ছেলে মো: সুজন আহাম্মেদকে উদ্ধার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ।
এসময় কোটচাঁদপুর থানা পুলিশের সুযোগ্য অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা এর নেতৃত্বে এসআই (নিঃ) ব্রজবল্লভ সাধুসহ সঙ্গীয় অফিসার এসআই (নিঃ) মোঃ সৈয়দ আলী, এএসআই (নিঃ) মোঃ জামাল উদ্দিন, এএসআই (নিঃ) মিঠুন কুমার বিশ্বাস, এএসআই (নিঃ) পিংকু বিশ্বাস সহ কং/৯৮০ সোহাগ আলী এর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল কর্তৃক ঝিনাইদহের কোটচাঁদপুর কলেজস্ট্যান্ডের মো: মসিয়ার রহমানের ছেলে মো: শাহারিয়ার রহমান মামুনকে কোটচাঁদপুর থানাধীন বলুহর মৎস হ্যাচারী এলাকা হতে নগদ ৫,০০,০০/-(পাঁচ লক্ষ)টাকা মুক্তিপণ আদায়ের সময় হাতে নাতে আটক করা হয়। উক্ত সময়ে ঘটনাস্থল হতে অজ্ঞাত অপহরণকারীরা পালিয়ে যায়।
ভিকটিম সুজন আহাম্মেদকে উদ্ধার করা হয়েছে।কোটচাঁদপুর মডেল থানার ডিউটিরত অফিসার এএসআই জামাল উদ্দিন বলেন,এ সংক্রান্ত বিষয়ে কোটচাঁদপুর মডেল থানায় নিয়মিত মামলা রুজুর প্রস্তুতি চলছে।