সরকার অনুগত চিকিৎসক দিয়ে গঠিত মেডিকেল বোর্ডের মাধ্যমে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা সম্ভব নয় :খন্দকার মোশাররফ হোসেন
সরকার অনুগত চিকিৎসক দিয়ে গঠিত মেডিকেল বোর্ডের মাধ্যমে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ড. মোশাররফ বলেন, মির্জা ফখরুলের জাতিসংঘ সফর আওয়ামী লীগকে হতাশ করেছে বলেই তারা প্রতিক্রিয়া দেখাচ্ছে।
নির্বাচন সামনে রেখে সরকার, পুলিশ বাহিনীকে ব্যবহার করে বিএনপি নেতা-কর্মীদের নামে কল্পনা প্রসূত সব মামলা দিচ্ছে বলে অভিযোগ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
রোববার (১৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। জনগণের সমর্থন ও আস্থা অর্জনে ব্যর্থ হয়েই সরকার বিএনপি নেতা-কর্মীদের হয়রানি করার উদ্দেশে এসব মামলা দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘সরকার সমর্থিত ডাক্তার দিয়ে যে বোর্ড করা হয়েছে তাতে আমরা বিশ্বাস করি না, এই বোর্ড দিয়ে খালেদা জিয়ার সঠিক চিকিৎসা হবে না। খালেদা জিয়ার পছন্দ মতো কয়েকজন চিকিৎসক এবং সরকারের মনোনীত কিছু চিকিৎসক একসঙ্গে একটা মেডিকেল বোর্ড করে আমাদের নেত্রীকে চিকিৎসা দেয়ার জন্যে বলেছিলাম। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কথা দিয়েছেন এটা করা হবে।’