কাপাসিয়ায় শারদীয় দূর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময়
আসাদুল্লাহ মাসুম,কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
আসন্ন সার্বজনীন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কাপাসিয়ায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সংস্কৃতি মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ি কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি।
সিমিন হোসেন রিমি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সনাতন ধর্মাবম্বীদের উৎসব পালনের আহবান জানান। তাজউদ্দীন আহমদের ডায়রী থেকে জানাযায় তিনি দাঙ্গার সময় সনাতন ধর্মাবম্বীদের আশ্রয় দিয়েছিলেন ও দাঙ্গা প্রতিরোধে কাজ করেছিলেন। জাতির পিতা ছিলেন সকল কিছুর উর্ধে। তিনি সবসময় মানুষের জন্য কাজ করেছেন।
বুধবার (১০ অক্টোবর) বিকালে উপজেলা প্রসাশনের আয়োজনে ইউএনও মো: মাকছুদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি মুহাম্মদ শহীদুল্লাহ, মিজানুর রহমান, রেজাউর রহমান মিঠু, ওসি তদন্ত নিতাই চন্দ্র সরকার, অ্যাড: শেখর সাহা, মাহবুব উদ্দিন আহম্মেদ সেলিম, শাখাওয়াত হোসেন, পরেশ দাশ, চিত্তরঞ্জন সাহা সহ উপজেলার ৬০ টি পূজা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।