নওগাঁর নিয়ামতপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসের উদ্বোধন
নওগাঁ জেলা প্রতিনিধি
সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরেও জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা মেইন গেইট থেকে এক বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে কর্মসূচী শুরু করেন।
র্যালিটি উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের স্থায়ী মঞ্চে এসে শেষ হয়। র্যালি শেষে সরাসরি হাত ধোয়া প্রদর্শন করা হয়।
এ দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলানায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে, ব্র্যাক ওয়াস কর্মসূচীর সহযোগিতায় এবং উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোঃ মাহফুজুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এনামূল হক।
“টেকসই উন্নয়ন, স্বাস্থ্য সম্মত স্যানিটেশন” “ হাত ধোব নিয়মিত থাকবো সবাই স্বাস্থ্যসম্মত” প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লিয়াকত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিন।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম শেখ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা হেমন্ত কুমার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ ফয়সাল, জন স্বাস্থ্য প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এনায়েত হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার সাইদুর রহমান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, উপজেলা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন তোতা প্রমুখ।