দেশে সর্বোচ্চ খাদ্য মজুদ রয়েছে'
কেজিপ্রতি ৩ টাকা কমিয়ে আগামী ১লা ডিসেম্বর থেকে ৩৬ টাকা দরে ৬ লাখ টন আমন চাল সংগ্রহ করবে সরকার। রোববার( ১৮ নভেম্বর) দুপুরে সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারন কমিটির সভা শেষে সাংবাদিকদের একথা জানান খাদ্যমন্ত্রী আ্যাডভোকেট কামরুল ইসলাম। সংগ্রহ অভিযান চলবে ফেব্রুয়ারি পর্যন্ত। খাদ্যমন্ত্রী আরও বলেন, এবার উৎপাদন খরচ কম এবং উৎপাদন বেশি হওয়ায় এ দাম নির্ধারণ করা হয়েছে।
গ্রামাঞ্চলে এখন চলছে হেমন্তের ধান কাটার উৎসব। এই ধান থেকে উৎপাদিত চালই দেশের আমনের চাহিদা মেটাবে। সরকারি হিসেবে আমন মৌসুমে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ মেট্রিক টন।
দেশের বর্তমান খাদ্য পরিস্থিতি, মজুদ, আমন সংগ্রহসহ নানা বিষয়ে নিয়ে রোববার( ১৮ নভেম্বর) দুপুরে সচিবালয়ে সভা করে খাদ্য পরিকল্পনা ও পরিধারন কমিটি। এতে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
সভা শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন খাদ্যমন্ত্রী। জানান- পহেলা ডিসেম্বর থেকে ৩৬ টাকা দরে ৬ লাখ টন আমন চাল সংগ্রহ করবে সরকার। এই সংগ্রহ চলবে আগামী তিন মাস। অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘প্রতি কেজি ৩৬ টাকা দরে আমনের সিদ্ধ চাল ৬ লাখ টন আমরা কিনবো। বাজার পরিস্থিতি বিবেচনা করে আরসি ডিলারদের সঙ্গে কথা বলে সব পরিস্থিতি বিবেচনা করে ৩৬ টাকা ধরেছি চালের দাম। আমাদের মূল্যে কৃষকরা লাভবান হবে।’
এই মুহূর্তে দেশে খাদ্য মজুদের পরিমাণ ১২ লাখ ১৮ হাজার মেট্রিক টন, যা সর্বোচ্চ বলেও জানান মন্ত্রী। গত বছর সরকার আমন ৩৯ টাকা কেজি দরে ৩ লাখ মেট্রিক টন চাল সংগ্রহ করেছিল।