হবিগন্জ চুনারুঘাট পুলিশের সাড়াশি অভিযানে ১৪জন পলাতক আসামী গ্রেফতার।
এসএম শওকত আলী,চুনারুঘাট, হবিগন্জ
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় (গত ১৭ নভেম্বর) থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৩৪টি ওয়ারেন্টভূক্ত ১৪ জন পলাতক আসামী গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সুপার মোহাম্মদ উল্লার নির্দেশনায় শনিবার গভীর রাতে সিনিয়র এএসপি মাধবপুর সার্কেল ও চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান নেতৃত্বে এসআই এএসআইসহ বিপুল সংখ্যক সঙ্গিয় ফোর্স নিয়ে চুরি ডাকাতি মাদক নারী নির্যাতনসহ সিআর ও জিআর মামলার বিভিন্ন পলাতক আসামীদের গ্রেফতার করা হয় ।
আসামীরা হলেন- উবাহাটা ইউনিয়নের কেউন্দা গ্রামের লাল মিয়ার ছেলে আবেদ মিয়া (৩০) কালিকা পুর জাহির মিয়ার ছেলে ফারুক মিয়া (৩২) মদির কুনা ইব্রাহীম মিয়ার ছেলে সানি (২৩), হাতুন্ডা গ্রামের মৃত জব্বার মিয়ার ছেলে ইদ্রিস (৩০) কাটুয়ামারা ৫টি মামলার পলাতক আসামী রমজান আলীর ছেলে রুবেল মিয়া (২৭), হাকাজোড়া গ্রামের আশ্বব আলীর ছেলে তৈয়ব আলী (৩৫), পুরান টিলার রেন্টু রায়ের ছেলে মানিক সরকার (২৯) মৃত বাদল রায়ের ছেলে মেঘনাথ রায় ঘাটুলা (৩৫), জহুর লালের ছেলে ভুট্টো ভুইয়া, কৃষ্ণনগর এলাকার আব্দুল জলিলের ছেলে রাহিদ (২৬), দক্ষিণ হাতুন্ডার মৃত আব্দুল হাইর ছেলে আব্দুল আউয়াল(৩০), মানিক ভান্ডার গ্রামের মৃত ছিদ্দিক আলীর ছেলে রকি মিয়া (৩৫) আব্দুর নুরের ছেলে ছায়েদ মিয়া (৩২), ও বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের স্বর্ণরেখ গ্রামের আন্তজেলা ডাকাত দলের সদস্য ছইব উল্লার ছেলে আতর আলী(২৬)।
হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লা বলেন, পুলিশের অভিযানে সার্কেলসহ সকল ফোর্সে দুদার্ন্ত সাহসী পদক্ষেপে কারণেই এ সমস্ত পলাতক আসামীদের গ্রেফতার করা সম্ভব হয়েছে। আমাদের এ অভিযান অব্যহত থাকবে। ওসি কেএম আজমিরুজ্জামান বলেন, আমাদের নিয়মিত অভিযান চলবে গ্রেফতারকৃত আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।