একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি আসনের সবকেন্দ্রে পরীক্ষামূলক ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি আসনের সবকেন্দ্রে পরীক্ষামূলক ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিবালয়ের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
শনিবার(২৪ নভেম্বর) সন্ধ্যায় ইসির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।
তিনি জানান, এই ছয়টি আসনই হবে শহর এলাকাতে। তবে কোন কোন আসনে ইভিএম ব্যবহার করা হবে তা ২৮ নভেম্বর নির্ধারণ করবে ইসি।
ইসি সচিব বলেন, ৩০০ আসনের মধ্যে ছয়টি আসনে ইভিএম ব্যবহার করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই ছয়টি আসনের সবকেন্দ্রেই ইভিএম ব্যবহার করা হবে। এই আসনগুলো হবে সিটি করপোরেশন ও শহর এলাকায়।
২৮ নভেম্বর সাংবাদিকদের সামনে দৈবচয়নের ভিত্তিতে এই আসনগুলো নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।